Media & News

BFFD 2023

Media & News

THE DAILY STAR thedailystar

USA’s Richardson city will celebrate August 5 as ‘Babita’ Day

Bob Dubey, Mayor of Richardson city in USA's Texas has declared August 5 as "Babita" Day at an award-giving ceremony today, where the iconic actress received a lifetime honour in recognition of her illustrious cinematic career. The award ceremony took place during the Dallas Bangla Film Festival, which kicked off with a screening of Babita's acclaimed film, "Noyonmoni".
Read More

চ্যানেল আই অনলাইন
channelionline

ডালাসে ‘ববিতা ডে’ পালিত


যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পেলেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, শুরু হয়েছে শুক্রবার (০৪ আগস্ট)। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হয়েছে। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দিয়েছেন ডালাসের মেয়র। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন। .


যুগান্তর
jugantor

ডালাসে ‘ববিতা ডে’ পালিত


মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বাংলাদেশি কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে শুধু ববিতা অভিনীত সিনেমাই প্রদর্শিত হয়। তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুবের হাত থেকে ববিতা এ সম্মাননা গ্রহণ করেন। পাশাপাশি আরও একটি বিরল সম্মান দেওয়া হলো তাকে। উৎসবে তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসাবে ঘোষণা করা হয়েছে। দিনটি ঘোষণা করেন ডালাসের মেয়র। প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’ হিসাবে উদযাপিত হবে। এ প্রসঙ্গে আমেরিকা থেকে ববিতা বলেন, ‘ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে এবং আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। এ সম্মান শুধু আমাকেই নয়, এ সম্মান বাংলাদেশকেও প্রদর্শন করা হয়েছে। সত্যি আমি কোনোদিন কখনো কল্পনা করিনি জীবনে এমন মুহূর্ত আসবে। জীবনে এমনই কিছু মুহূর্ত আসে যা জীবনের জন্য আশীর্বাদ হয়েই আসে।’ তিনি আরও বলেন, ‘এমন প্রাপ্তিও যে জীবনে অপেক্ষা করছে তাও জানার বা বুঝার মধ্যে ছিল না। কিন্তু ৪ আগস্ট টেক্সাস সিটিতে আমাকে যে সম্মাননা জানানো হলো, যে সম্মান প্রদর্শন করেছেন সবাই এবং মেয়রের হাত ধরে সেখানে ববিতা দিবসের যে যাত্রা শুরু হলো তা যেন জীবনকে আরও পরিপূর্ণতা এনে দিয়েছে। জীবন যেন আরও অর্থবহ হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে প্রিয় বাংলাদেশকেই মনে পড়েছে। কারণ বাংলাদেশের জন্য, সেখানকার দর্শকের জন্যই আজ আমি ববিতা, যাকে নিয়ে নতুন এক দিগন্তের সূচনা হলো। অনেক অনেক কৃতজ্ঞতা আয়োজকদের।’ উল্লেখ্য, বিশ্বে কোনো অভিনেত্রীকে নিয়ে দিবস ঘোষণা এটাই প্রথম। .

Read More

Babita immortalised
THE DAILY STAR thedailystar

Babita immortalised

In the Bangladesh film industry, one name that shines undeniably bright is Farida Akhar Babita, better known as just Babita. With a career spanning across eras, she has graced the silver screen in a remarkable 275 films, etching her presence in the hearts of countless fans.

The seven-time National Film Award-winning actress soared to international acclaim through her performance in the masterpiece "Ashani Sanket" by the legendary Satyajit Ray. Notably, she was the first Bangladeshi actress to collaborate with Ray, representing her homeland on global film festivals.

In a fitting tribute to her enduring influence, Babita's legacy recently crossed oceans and borders. August 5 was officially declared "Babita Day" by Bob Dubey, the Mayor of Richardson city in the USA's Texas, a gesture that resonated profoundly within the Bengali cinema community.
Read More